সাধারণ যে বুকে ব্যথা অনুভব হয় সেটা ছাড়াও পাঁজরে ব্যথার বিশেষ কিছু উপসর্গ থাকতে পারে যেমন: কসটোকন্ড্রাইটিসের ক্ষেত্রে পাঁজরের কোমলাস্থিতে প্রদাহ বা ফোলা দেখা যায় এবংবুকে সংবেদনশীলতা লক্ষ করা যায়। ব্যথা অনুভব হয় উপরের দিকে পাঁজরে এবং স্টারনামের কাছে। যাইহোক, যখন এই ব্যথা গুরুতর হয়, তখন উপসর্গগুলোও খারাপ আকার নেয় এবং শরীরের নিম্নভাগে বারবার ব্যথার অনুভব হয়। এইরকম ক্ষেত্রে তৎক্ষনাৎ মেডিক্যাল হস্তক্ষেপ চাওয়া হয়। অনুরূপভাবে, প্লিউরিসি বুকের দেওয়াল ও ফুসফুসের মাঝখানের লাইনিংএর একটা প্রদাহ। এই অবস্থার সবথেকে সাধারণ উপসর্গ হলো ব্যথা। সাধারণত এটা সমস্যাটা নিজের থেকেই ঠিক হয়ে যায় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক চিকিৎসারও পরামর্শ দেওয়া হয়। এছাড়াও, ব্রঙ্কাইটিস, মানে বায়ুপথের প্রদাহের কারণেও পাঁজরের চারপাশে ব্যথা অনুভব হতে পারে। ফুসফুসে ক্যান্সারের জন্যও ছাতিতে বা পাঁজরে ব্যথা হতে পারে যেটা কাশি বা হাসির সময় আরো বাজে আকার নেয়। এর ফলে সাঁ সাঁ আওয়াজ হতে পারে, কফ এবং শ্বাসের অভাব হতে পারে। ফাইব্রোমায়ালজিয়ার ক্ষেত্রে, ব্যথাটা জ্বালা, ছুরি মারা বা হালকা ব্যথা প্রকারের হয়।