জিভে আলসার বা ঘায়ের লক্ষণ ক্ষতের আকারে দেখা দেয়, আকারে তা বড়োও হতে পারে আবার ছোটোও। ঘা জিভের উপরে, জিভের পিছনে অথবা জিভের তলায় দেখা দিতে পারে। এই ঘা যন্ত্রণাদায়ক হতে পারে এবং প্রায়শই লালচে রংয়ের হয়। কিছু ক্ষেত্রে, ঘা সাদা বা হলদেটে রংয়ের দেখতে হতে পারে। আলসারে কারণে হওয়া ব্যথার সঙ্গে জ্বালাভাবের অনুভূতি হতে পারে, সাধারণত গরম অথবা ঝালমশলাদার খাবার খাওয়ার পর তীব্রতা বাড়ে।