উপসর্গগুলি মৃদু চোখ পিটপিটানি থেকে শুরু করে সারা শরীর অর্ধেক বেঁকে যাওয়া পর্যন্ত ভিন্ন মাত্রার হতে পারে। চিকিৎসাগত সাধারণ লক্ষণ ও উপসর্গুলি হল: অনৈচ্ছিক পেশীতে খিঁচুনি, যা 15-20 সেকেন্ড ধরে চলে এবং সব মিলিয়ে 15-20 মিনিট স্থায়ী হতে পারে। শরীর সামনের দিকে ঝুঁকে যাওয়া। শরীর, হাত, পা শক্ত হয়ে যাওয়া। হাত ও পা বাইরের দিকে নিক্ষিপ্ত অবস্থানে থাকা। খিটখিটেভাব। ধীর বিকাশ। মাথা, ঘাড় ও ধড়ের অনৈচ্ছিক সংক্ষেপণ।