শেয়ার করুন বন্ধুর সাথে

ওয়েস্ট সিন্ড্রোম প্রথমবার চিহ্নিত এবং বর্ণনা করেছিলেন ডাক্তার ওয়েস্ট। এটি মৃগী/ ইনফ্যান্টাইল স্পাসম বা শৈশবস্থায় খিঁচুনি, বৌদ্ধিক বিকলাঙ্গতা এবং অস্বাভাবিক ধরণের মস্তিষ্কের তরঙ্গ প্রকৃতি, প্রভৃতি একগুচ্ছ উপসর্গের সম্ভার হিসাবে বর্ণনা করা যায়ইয়,স্পাসম বা খিঁচুনি সাধারণত জন্মের পরই শুরু হয়ে যায়, সেই কারণে, একে ইনফ্যান্টাইল স্পাসম বা শৈশবস্থার খিঁচুনি বলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ