পেট মোচড়ানোর সাধারণ উপসর্গ হজমের গোলমাল ও খাওয়ার সময় অস্বস্তি বোধ হওয়া। কোষ্ঠকাঠিন্য অথবা ডাইরিয়া (পাতলা পায়খানা হওয়া)। ঢেকুর ওঠা ও পেট ফাঁপা বা পেটে গ্যাস হওয়া। বুকজ্বালাভাব বা অম্বল হওয়া ও বমি পাওয়া। মাইক্রোবিয়াল অর্থাৎ ব্যাকটেরিয়া ঘটিত জীবাণুর সংক্রমণের কারণে জ্বর। পেট মোচড়ানো বা কামড়ানোর গুরুতর লক্ষণ প্রসাবের সময় যন্ত্রণা এবং বারবার পায়খানা পাওয়া। প্রসাব অথবা মলের সঙ্গে রক্ত। ডিহাইড্রেশন বা শরীরে জলের পরিমাণ কমে যাওয়া। খিদে কমে যাওয়া এবং শরীরের ওজন হ্রাস।