শেয়ার করুন বন্ধুর সাথে

পাঁজরে ব্যথার কারণগুলো সাধারণ অবস্থা থেকে বিরল অবস্থার হয় যাতে বুকে ব্যথা বেড়ে যায় এবং সাথে পেটে ব্যথা আর জ্বরও হতে পারে। সাধারণ কারণগুলো হলো: কসটোকন্ড্রাইটিস। থোরাসিক স্পাইনে ব্যথা। স্টার্নালিস সিনড্রোম- একটা বিরল সিনড্রোম যার বৈশিষ্ট্য হলো বুকের দেওয়ালে ব্যথা। পাঁজর ভেঙে যায় কোনো আঘাতের জন্য, খেলতে গিয়ে, দূর্ঘটনায়, মারামারি করে বা পড়ে গিয়ে। বিরল কারণগুলো হলো: চাপে ভেঙে যাওয়া। রিউমাটয়েড (হাড়ে বা গাঁটে ফোলা বা ব্যথা) কারণ। ফাইব্রোমায়ালজিয়া- পেশীতে ব্যথা এবং শক্তভাব সাথে গাঁটে ব্যথা। সিকল কোষ অ্যানিমিয়া- রক্তে অক্সিজেন বহন ক্ষমতা কমে যায় সিকল আকারের লাল রক্তকোষের জন্য। পলিকন্ড্রাইটিস- কোমলাস্থির প্রদাহ বা ফোলা। অস্টিওপোরোসিস- মেনোপসের পরে হাড়ের ঘনত্ব কমে যাওয়া। লিউপাস এরিথেমাটোসাস- একটা অটোইমুন অবস্থা স্লিপিং পাঁজর সিনড্রোম- একটা বিরল অবস্থা যেখানে নিচের পাঁজরের কোমলাস্থি স্লিপ করার জন্য ব্যথা হয়। টিউমারস। গলস্টোনস। প্লিউরিসি। পাল্মোনারি এম্বোলিসিম।