অ্যান্টিরিয়র চেস্ট ওয়াল বা বুকের ভেতরের দেওয়ালে ব্যথা হওয়ার প্রধান কারণ হলো কসটোকনড্রাইটিস। এর তেমন কোনও লুকোনো কারণ থাকে না। যেসব পাঁজরগুলি তরুণাস্থি দিয়ে বক্ষাস্থির সঙ্গে যুক্ত থাকে, তাতে প্রদাহ হলে, তা কসটোকনড্রাইটিসে রূপ নেয়। সাধারণ কারণগুলি হলো: বুকে চোট বা আঘাত মাত্রাতিরিক্ত শরীর চর্চা করা কিংবা বহুদিন ধরে কাশিতে ভোগা বাতের রোগ সংক্রান্ত (আরও পড়ুনন: বাতের চিকিৎসা) যেসব রোগে পাঁজরসন্ধি প্রভাবিত হয়, যেমন - টিউবারকুলোসিস এবং সিফিলিস ফুসফুস, স্তন, বা থাইরয়েড ক্যান্সার মেটাস্ট্যাটিক দশায় চলে গিয়ে যদি উরঃফলক সংলগ্ন এলাকায় ছড়িয়ে পড়ে। কসটোকনড্রাইটিস এর সাথে টিয়েটজে’স সিনড্রোমের যোগা রয়েছে, এই ধরনের সমস্যায় দেহের একটি নির্দিষ্ট জায়গায় ফুলে গিয়ে ব্যথা করে। 40 বছরের ওপরে যাদের বয়স, সেই সমস্ত ব্যক্তিদের এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি। পুরুষদের চেয়ে মহিলারাই এতে বেশি ভোগেন।