শেয়ার করুন বন্ধুর সাথে

মানুষের বক্ষাস্থি বা উরঃফলকের সঙ্গে যে তরুণাস্থি জোড়া থাকে, তার প্রদাহকে কসটোকনড্রাইটিস বলে। বুকের শেষ দু’জোড়া পাঁজর ছাড়া, বাকি সবকটি পাঁজরই তরুনাস্থি দ্বারা এই বক্ষাস্থির সাথে যুক্ত থাকে। বক্ষাস্থির মধ্যেই সীমাবদ্ধ থাকা এই প্রদাহের জন্যে বুকে ব্যথা হয়, যা কসটোকনড্রাইটিসের প্রধান উপসর্গ। কসটোকনড্রাইটিস এইসব নামেও পরিচিত: কসটো-স্টার্নাল সিনড্রোম প্যারাস্টার্নাল কন্ড্রোডাইনিয়া অ্যান্টিরিয়র চেস্ট ওয়াল সিনড্রোম