গুরুত্বপূর্ণ লক্ষনগুলির মধ্যে ব্যথার সাথে সাথে আর যা যা দেখা যায়: সাধারণতঃ উরঃফলকের বামদিকে ব্যথা করে ব্যথার অনুভূতি তীক্ষ ও যন্ত্রণাদায়ক হকে পারে রোগী বুকে চাপ অনুভবও করতে পারেন জোরে জোরে নিশ্বাস নেওয়া, কাশি, হাঁপানি আর শরীরের উপরি ভাগের নড়াচড়াতেও ব্যথা বাড়তে পারে একাধিক পাঁজর ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে