পেইরোনিস ডিজ়িজ (বাঁকা পুরুষাঙ্গ) লিঙ্গ বক্রতা হিসেবে পরিচিত যেক্ষেত্রে নিচে আলোচিত লক্ষণ এবং উপসর্গগুলি দেখা যায়: লিঙ্গর টিস্যু শক্ত হয়ে যায় বা পিন্ড দেখতে পাওয়া যায়। লিঙ্গের উপরের, বা নিচের দিকে বক্রতা। লিঙ্গের চেহারা বালি ঘড়ির মত হয়ে যায়। লিঙ্গ ছোট হয়ে যাওয়া। ব্যথা।