পেশীর দুর্বলতায় নিম্নলিখিত সংযুক্ত লক্ষণগুলি দেখা যেতে পারে: কোনও জিনিস ধরার ক্ষেত্রে পেশীর ক্ষমতা হ্রাস। সংবেদনশীলতা অথবা সংবেদনশক্তি হ্রাস। অঙ্গ-প্রত্যঙ্গ নড়াচড়া করা, দাঁড়াতে, হাঁটতে বা সোজা হয়ে বসতে অসুবিধা। মুখের পেশীর নড়াচড়া করতে অথবা কথা বলতে অক্ষম। শ্বাসপ্রশ্বাস নেওয়ায় অসুবিধা। জ্ঞান হারানো।