শেয়ার করুন বন্ধুর সাথে

আপনার পেশীর সাধারণ কাজ করার ক্ষমতা হ্রাস পাওয়াকে পেশীর দুর্বলতা বলে। খুব সহজভাবে বলতে গেলে, কোনও নির্দিষ্ট কাজ করার জন্য কোনও পেশীর ক্ষমতা হ্রাস পাওয়াই হলো পেশীর দুর্বলতা। পেশী দুর্বলতা সাময়িক হতে, যেমন কঠোর ব্যায়ামের পর পেশীর দুর্বলতা অনুভব হয়, যা বিশ্রামের পর আবার স্বাভাবিক হয়ে যায়। তবে, কোনও কারণ ছাড়াই পেশীর দুর্বলতা ক্রমাগত লক্ষণ গুরুতর কোনও শারীরিক সমস্যার অন্তর্নিহিত কারণে হতে পারে। কিন্তু, ক্লান্তি ও পেশীর দুর্বলতা এক নয়।