শেয়ার করুন বন্ধুর সাথে

যদি খাদ্যনালীর স্নায়ুতে আঘাত লাগে তবে তার কার্যকারিতা ক্ষতিপ্রাপ্ত হওয়ার কারণে অ্যাকালেসিয়া দেখা দেয়। আবার যদি, পেশীর কবাটিকা আর খাদ্যনালী ভালো ভাবে কাজ না করে তার ফলেও এই রোগ হতে পারে। অ্যাকালেসিয়া ভাইরাল ইনফেকশন, অটোইমিউন অবস্থা এবং জন্মগত কারণের সাথেও জড়িত।