শেয়ার করুন বন্ধুর সাথে

হ্যালুসিনেশনের নির্দিষ্ট কারণ জানা যায় না। সাধারণত যে যে পরিস্থিতিতে হ্যালুসিনেশন দেখা যেতে পারে সেগুলি হল: শব্দের হ্যালুসিনেশন স্নায়ুতন্ত্রের অসুখ। কানের অসুখ। সাইকোটিক ডিজঅর্ডার (আরো পড়ুন: সাইকসিস উপসর্গ)। ওষুধ। মদ ত্যাগ করা। সিজার (খিঁচুনি)। স্ট্রোক। উদ্বেগ। গন্ধের হ্যালুসিনেশন চোখের সমস্যা। নিউরোলজিক্যাল বা স্নায়বিক অসুস্থতা। মাইগ্রেন। মানসিক অসুস্থতা। সাইনুসাইটিস। ঘুমের অভাব। স্বাদের হ্যালুসিনেশন সাইনুসাইটিস। স্পর্শের হ্যালুসিনেশন অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার। কিছু ওষুধের অতিরিক্ত সেবন। স্কিজোফ্রেনিয়া। দেহগত হ্যালুসিনেশন স্নায়ুতন্ত্রের অসুখ।