শেয়ার করুন বন্ধুর সাথে

ক্যাঙ্কার সোর বা মুখের ক্ষত হওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে, কখনও কখনও একাধিক কারণও ক্যাঙ্কার সোরের জন্য দায়ী। 1.গাল কামড়ে ফেলার কারণে আঘাত 2.দীর্ঘক্ষণ ধরে, খুব চাপ দিয়ে বা অতিরিক্ত জোরে ব্রাশ দিয়ে দাঁত মাজলে 3.টুথপেস্টে থাকা সোডিয়াম লৌরিল সালফেটের সংস্পর্শে 4.খুব বেশী তেল, মশলা, টক জাতীয় অথবা দুগ্ধ জাতীয় বা বাদাম জাতীয় খাবারের প্রতি সংবেদনশীলতার কারণে 5.শরীরে জিঙ্ক বা দস্তা, ভিটামিন বি 12 অথবা ফলিক অ্যাসিডের ঘাটতি 6.আলসার বা ঘা হওয়ার জন্য দায়ী ব্যাকটেরিয়ার উপস্থিতি 7.মহিলাদের মধ্যে হরমোনের পরিবর্তন 8.অতিরিক্ত মানসিক চাপ 9.সিলিয়াক, প্রদাহজনিত আন্ত্রিক বা পেটের রোগ,ব্যাসেট রোগ, এইচআইভি সংক্রমণ/এইডস রোগ