শেয়ার করুন বন্ধুর সাথে

আমাদের মুখের ভেতরে মাড়ির গোড়ায় ছোট ছোট ক্ষত বা ঘা সৃষ্টি হলে তাকে ক্যাঙ্কার সোর বা মুখের ক্ষত বলে। একে অ্যাপথাস আলসার বা অ্যাপথাস ঘাও বলে। এই ধরণের ঘা সংক্রামক না হলেও, ভীষণ যন্ত্রণাদায়ক এবং যন্ত্রণা হওয়ার ফলে বিশেষ করে খাবার খাওয়া এবং কথা বলার সময় প্রচণ্ড সমস্যা হয়।