ক্যাঙ্কার সোর বা মুখের ক্ষত জিবের তলায়, ঠোঁট ও গালের ভিতরের দিকে, বা মাড়ির গোড়ায় দেখা দিতে পারে। সাধারণত ডিম্বাকৃতি দেখতে, যার মধ্যিখানটা হলদেটে-সাদা রঙের ও কিনারাগুলি লাল রঙের হয়। আলসারের জায়গার চারিপাশে ছুঁচ ফোটানোর মতো অনুভূতি অথবা জ্বালাভাব অনুভূত হয়। ক্যাঙ্কার সোরের বিভিন্ন ধরণের উপসর্গ গুলি হল: সামান্য বা ক্ষুদ্রাকার ক্ষত একেবারে ছোটো ডিম্বাকৃতি প্রায় সপ্তাহ খানেকের মধ্যে আপনা থেকেই সেরে যায়, কোনও রকম দাগের সৃষ্টি করে না বড়ো ধরণের ক্ষত বড় এবং গভীর বেশ ভালোভাবে দৃষ্টিগত প্রচণ্ড যন্ত্রণাদায়ক সারতে কয়েক সপ্তাহ সময় লাগে এবং সেরে যাওয়ার পর দাগ থেকে যায় হার্পেটিফর্ম ক্ষত ক্ষুদ্র আকারের হয় একগুচ্ছ ফুসকুড়ির মতো হয় আর সবকটি মিলে বড়ো রকমের ক্ষতের আকার নেয় সারতে দিন পনেরো সময় লাগে, তবে কোনও দাগ থাকে না সেরা ওঠার পর