শেয়ার করুন বন্ধুর সাথে

মলদ্বারে অধিমাংসের কারণে সাধারণত মলদ্বারে ফিস্টুলা বৃদ্ধি পায়। পূঁজ বের করার পর যদি এই অধিমাংস ঠিকভাবে না সারে তখন এইগুলি হয়। খুব কম ক্ষেত্রে, তা ক্রোহন’স ডিজিজ, যক্ষারোগ, ডাইভারটিকিউলাইটিস, যৌন সংক্রামিত রোগ, মানসিক আঘাত, বা ক্যান্সারের মতো অবস্থাও ঘটাতে পারে।