শেয়ার করুন বন্ধুর সাথে

ডেন্টাল পাল্প অর্থাৎ দাঁতের অভ্যন্তরীণ যে অংশে রক্তবাহ, স্নায়ু এবং যোগকলা উপস্থিত থাকে, সেখানে ব্যাকটেরিয়ার আক্রমণ এই সমস্যার প্রধান কারণ। দাঁতের ক্ষয়ের ফলে এটি ঘটতে পারে। ব্যাকটেরিয়া দাঁতের ছিদ্র বা চিড়ের মধ্যে দিয়ে ঢুকে তার কেন্দ্রস্থল বা পাল্পকে সংক্রমিত করে, ফলে স্ফীতির এবং পূঁজের সৃষ্টি হয়। বিপদের বিষয়গুলোর মধ্যে রয়েছে: দাঁতের অপর্যাপ্ত যত্ন: নিয়মিত দাঁত ব্রাশ ও ফ্লস না করা। বেশি মিষ্টি খাওয়া: অধিক চিনি (শর্করা) যুক্ত খাদ্য ও পানীয়, যেমন মিষ্টি বা সোডা খাওয়া।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ