মাড়ির রোগের লক্ষণ হল: দাঁতে হলদে আস্তরণ তৈরি হওয়া। দাঁতের গোড়ায় প্লেক বা আস্তরণ পড়ে যায় এবং শক্ত হয়ে যায়। একসঙ্গে দুর্গন্ধযুক্ত নিশ্বাস। রক্ত পরা এবং বেদনাদায়ক মাড়ি। মাড়ির টিস্যু ক্ষয়ে যাওয়া। দাঁত আলগা হয়ে যাওয়া। এই অবস্থা সচরাচর জিঞ্জিভাইটিসের সাথে সম্পর্কিত হয় যার ফলে মাড়িতে সংক্রমন হয় । এটা অনেক সময় পিরিয়ডনটাইটিস আগের পর্যায় হিসাবে ধরা হয়।