চ্যানক্রয়েডের উপসর্গগুলি রোগজীবানু দ্বারা আক্রান্ত হবার চার দিনের মধ্যে, কদাচিৎ তিন দিনের মধ্যেই প্রকাশ পায়। একটি লাল মাংসপিন্ড যা পূঁয দ্বারা পরিপূর্ণ থাকে, সংক্রামণ স্থানে স্থানে দেখা দেয়, যৌনাঙ্গে অথবা মলদ্বারের আসেপাশে। এই মাংসপিন্ডটি এরপর উন্মুক্ত ঘায়ে পরিণত হয় যা ক্ষত স্থানের মতো দেখতে হয়, তথাপি ঘাটি দ্গদগে প্রকারের হয়।মেয়েদের ক্ষেত্রে এই ঘায়ের কোন উপসর্গ না থাকলেও, পুরুষদের ক্ষেত্রে এটি যন্ত্রণাদায়ক হয়। পুরুষদের ক্ষেত্রে কুঁচকির লিম্ফ নোড-এ ব্যাথা ও ফোলাভাব দেখা যায়, সাধারণত শরীরের একপাশেই দেখা যায়, কিন্তু কখনও কখনও দুপাশেও দেখা যায়।