শেয়ার করুন বন্ধুর সাথে

সাধারণ লক্ষণ এবং উপসর্গগুলি হল: হাড় বা হাড়ের সন্ধিতে ব্যথা। চামড়া লাল হয়ে যাওয়া। সংবেদনশীলতা। হাড় বা হাড়ের সন্ধিতে ফোলাভাব। হাড়ে ফাটল। অস্বাভাবিক বড় আকারের হাড়। ক্ষতিগ্রস্ত তরুনাস্থি। হাড়ের সন্ধিতে বা হাড়ে কঠিনভাব। হাড়ের বৃদ্ধির জন্য স্নায়ু সংকুচিত হয়ে যায়, ফলে নির্দিষ্ট অঙ্গ নাড়ানোর ক্ষমতা বা সেই অঙ্গের সংবেদনশীলতা কমে যায়। পেটে ব্যথা। কোষ্ঠকাঠিন্য। দুর্বলতা। অবসাদ।