শেয়ার করুন বন্ধুর সাথে

হৃদযন্ত্রে, একপ্রকার বৈদ্যুতিক তরঙ্গ উৎপন্ন হয় যার ফলে হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন হয়ে থাকে। যখন এই পদ্ধতিতে পরিবর্তন ঘটে তখন ট্যাকিকার্ডিয়া দেখা দেয়। এই পরিবর্তনের কারণগুলি হল: শারীরবৃত্তীয় শরীরচর্চা। দৌড়ানো। উদ্বেগ। গর্ভাবস্থা। রোগবিদ্যাগত হৃদযন্ত্রের পেশীতে ক্ষতিসাধন হওয়া। জন্মগত হৃদরোগ। রক্তাল্পতা। উচ্চ রক্তচাপ। ধূমপান। জ্বর। কিছু ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। ওষুধের অপব্যবহার। ইলেক্ট্রোলাইটের ভারসাম্যহীনতা। হাইপারথাইরয়েডিজম। হৃদস্পন্দনের মাত্রা অনুযায়ী, ট্যাকিকার্ডিয়া বিভিন্ন ধরনের হতে পারে যেমন: এট্রিয়াল ফিব্রিলেশন - দ্রুত, অসম-হারে হৃদযন্ত্রের উপরের অংশের (এট্রিয়া) সংকোচন। এট্রিয়াল ফ্লাটার - হৃদযন্ত্রের উপরের অংশের (এট্রিয়া) দ্রুত হারে প্রতিনিয়ত স্পন্দিত হওয়া। সুপ্রাভেন্টিকুলার ট্যাকিকার্ডিয়া - ভেন্ট্রিকেলসের (হৃদযন্ত্রের নিচের অংশ) ঠিক উপরে বর্ধিত হারে হৃদস্পন্দন শুরু হওয়া। ভেন্ট্রিকুলার ফিব্রিলেশন - অনিয়মিত, দ্রুত এবং হৃদয়ের ভেন্ট্রিকেলসগুলির বিশৃঙ্খল স্পন্দন। ভেন্ট্রিকুলার ট্যাকিকার্ডিয়া - নিয়মিত, দ্রুত স্পন্দন যা হৃদযন্ত্রের ভেন্ট্রিকেলসগুলিতে শুরু হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ