শেয়ার করুন বন্ধুর সাথে

পায়ের ব্যাথার বিভিন্ন উপসর্গ থাকতে পারে। পায়ের ব্যাথার মূল কারণের ওপর নির্ভর করে ব্যাথার প্রকার কেমন হবে, সুতীব্র এবং টনটন করা ব্যাথা হতে পারে (যেমন পায়ে আঘাত পেলে হয়) হয় বা বোধহীন ব্যাথা হয় যা  শরীরে ছড়িয়ে যায় (যেমন হয় প্রচণ্ড ক্লান্তিতে)। যে কোনও শারীরিক কাজকর্মের সময়ে যেমন হাঁটা চলা, এমনকি বসে থাকার সময়েও ব্যাথা বাড়তে পারে। যাঁদের হাঁটুতে ব্যাথা আছে তাঁরা বসবার চেষ্টা করলে বা সিঁড়িতে ওঠার সময় তাঁদের পায়ের ব্যাথা চাগাড় দিয়ে ওঠে।     পেশিতে টান ধরলে পায়ে গিঁট পাকিয়ে যায় এবং সেখান থেকে ব্যাথা ছড়াতে থাকে। রক্ত চলাচলে বিঘ্ন হওয়ার দরুন পা ফুলে যেতে পারে, এবং ত্বকে লালচে আভা দেখা যায়।  শ্রোণিশ্রেণিতে ব্যাথা পা দিয়ে নিচে নামে এবং তার সঙ্গে স্থবিরতা এবং জ্বালার অনুভূতির ন্যায় উপসর্গ দেখা দেয়। যে সব ব্যক্তি হৃদরোগ বা সংশ্লিষ্ট সমস্যায় ভুগছেন, ব্যায়াম করা বা দৌড়নোর সময় তাঁদের পায়ের ব্যাথা শুরু হয়ে যেতে পারে। এই ধরনের ব্যাথা বিশ্রাম নিলে কমে যায়। 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ