শেয়ার করুন বন্ধুর সাথে

পেশির ব্যাথার প্রাথমিক উপসর্গের মধ্যে আছে শরীরের কিছু অংশে বিভিন্ন মাত্রায় অস্বাচ্ছন্দ্য বোধ করা। ব্যাথা নির্দিষ্ট না হতে পারে এবং ছড়িয়ে পড়তে পারে। এই ধরনের পেশির ব্যাথা সাধারণত শ্রান্তি অথবা ক্লান্তির জন্য অনুভূত হয়। বিশ্রাম নিলে সাধারণত এই ধরনের ব্যাথা চলে যায়। পায়ে আঘাত লাগলে পেশির ব্যাথা তীক্ষ্ণ এবং তীব্র হতে পারে। আক্রান্ত পেশি ঘুরে গেলে বা নড়াচড়া করলে ব্যাথা আরও বেড়ে যায়। খিল ধরা বা ডিপ ভেন থ্রম্বসিস-এর কারণে পেশিতে ব্যাথা হলে তা দপদপ করে এবং বিচ্ছুরিত হতে থাকে। চাপের কারণে পেশিতে ব্যাথা হলে তা প্রায়ই ঘাড় এবং কাঁধের এলাকায় কেন্দ্রীভূত হয়। পেশিতে ব্যাথার সঙ্গে অন্যান্য উপসর্গ থাকতে পারে যেমন: দুর্বলতা। আক্রান্ত এলাকা নাড়ালেই ব্যাথা। প্রদাহ। লালচে আভা। ফোলা। পেশির ব্যাথার উপসর্গ প্রাথমিকভাবে আক্রান্ত পেশির ওপর নির্ভর করে। উদাহরণ স্বরূপ বলা যায়, প্রচুর পরিশ্রমের জন্য পাকস্থলীর ব্যাথা বোঝা না ও যেতে পারে। কিন্তু যদি ওই ব্যক্তি খুব তাড়াতাড়ি শ্বাস নেন বা বা জোরে হাসেন তাহলে ব্যাথাটি অনুভূত হবে। কাঁধের এলাকায় পেশির ব্যাথা হলে আক্রান্ত ব্যক্তির ঘাড় নাড়াতে অসুবিধা হয় এবং ঘাড় একদিকে ঘোরাতে গেলে একটি তীব্র ব্যাথা চারিয়ে যাচ্ছে বলে মনে হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ