শেয়ার করুন বন্ধুর সাথে

ব্যথার একেবারে সঠিক অবস্থানের উপর ভিত্তি করে লিঙ্গসংক্রান্ত ব্যথার উপসর্গগুলি বিভিন্ন রকমের হয়। নীচের অংশগুলি জড়িত থাকতে পারেঃ  লিঙ্গের মূলদেশ (লিঙ্গের একটা অংশ যা পৈটিক দেয়ালের সাথে যুক্ত)। লিঙ্গের মূল অঙ্গ বা দণ্ড। লিঙ্গের মাথা, লিঙ্গাগ্র (শিশ্নাগ্র) হিসাবেও জ্ঞাত। মূত্রনালীসংক্রান্ত নল যা লিঙ্গের মধ্য দিয়ে যায় এবং বীর্য এবং সেই সঙ্গে মূত্র বহন করে। লিঙ্গসংক্রান্ত ব্যথার উপসর্গগুলি হঠাৎ শুরু হতে পারে কিংবা সময়ের সাথে বাড়তে পারে। ব্যথাটা ঢিমে, তীক্ষ্ণ বা এমনকি প্রকৃতিতে ধকধক কাঁপুনির হতে পারে। লিঙ্গসংক্রান্ত ব্যথা একজন পুরুষের স্বাভাবিক কাজকর্ম যেমন ব্যায়াম, মূত্রত্যাগ কিংবা যৌনমিলন বিশৃঙ্খল করতে পারে। যদি কোনও সময় কোনও পুরুষ নিম্নরূপ উপসর্গসহ,  লিঙ্গে ব্যথা অনুভব করেন, তাঁর অবিলম্বে একজন ডাক্তারের সাথে পরামর্শ করা উচিতঃ   চার ঘন্টা বা তার বেশি সময় ধরে লিঙ্গ দীর্ঘস্থায়ীভাবে খাড়া থাকা। এই অবস্থা প্রায়াপিজম হিসাবে পরিচিত এবং এটা একটা চিকিৎসাগত জরুরি অবস্থা। যৌনসংক্রান্ত সহবাসকালীন বা খাড়া হওয়া কালীন একটা মটমট বা চুটকি মারার শব্দ।  মূত্রত্যাগ করায় অক্ষমতা। কুঁচকি এলাকায়, অণ্ডকোষগুলিতে বা লিঙ্গে কোনও খেলাধূলাজনিত আঘাত বা দুর্ঘটনা। অন্যান্য উপসর্গগুলি যা লিঙ্গসংক্রান্ত ব্যথার সহগামী হয় তা হলঃ বীর্যে রক্তের উপস্থিতি। বিবর্ণতার সাথে লিঙ্গে কালশিটে দাগ। ইরেক্টাইল ডিসফাংশন (লিঙ্গের খাড়া হওয়ার ত্রুটিপূর্ণ ক্রিয়া) যা যৌন ভেদনের জন্য যথেষ্ট খাড়া হওয়া অর্জন করার পক্ষে একটা অক্ষমতা, অথবা একটা বেদনাদায়ক খাড়া হওয়া যা যৌন কারণের দ্বারা ঘটেনি।  মূত্রনালীঘটিত নির্গমন। লিঙ্গের প্রদাহ এবং স্ফীতি (ফোলা)।  মূত্রত্যাগের সাথে যুক্ত উপসর্গগুলি যেমনঃ বারবার ঘটায় বদল। প্রস্রাব ফোঁটা ফোঁটা বা কম হওয়া।  মূত্রত্যাগ শুরু করায় অসুবিধা। বেদনাদায়ক মূত্রত্যাগ। মূত্রত্যাগের সময় জ্বলুনির সংবেদন। লিঙ্গে ফুস্কুড়ি। সময়ের আগেই বীর্যপতন। মূত্রথলি, প্রোস্টেট, অণ্ডকোষ বা পেটে ব্যথা। (আরও পড়ুন – পেটের ব্যথার কারণ এবং চিকিৎসা) লিঙ্গে ঘা বা ক্ষত।  লিঙ্গে চুলকানি। কুঁচকি অঞ্চলে পিণ্ড বা স্ফীতি। লিঙ্গত্বকের নীচে একটা পুরু তরল জমা। যৌনসংক্রান্ত কামনায় উল্লেখযোগ্য পরিবর্তন।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ