শেয়ার করুন বন্ধুর সাথে

যেমন আমরা উপরে উল্লেখ করেছি, আপনি যে বুকে ব্যথা অনুভব করেন তা অনেক ধরণের হতে পারে। বুকে ব্যথার সাথে, আপনি নীচের উপসর্গগুলিও অনুভব করতে পারেনঃ   বুকের জায়গায় আঁটোভাব বা নিষ্পেষণ বা চাপের সংবেদন   বুকে ভরভর্তি ভাব ঘাড়, চোয়াল অথবা হাতে ব্যথা সঞ্চারিত হওয়া বুকের জায়গায় চাপের একটা অনুভূতি বেড়ে যাওয়া হৃৎস্পন্দন বা হৃৎকম্পন কাঁধে ব্যথা বুক ধড়ফড়ানি যাতে হৃৎস্পন্দন দ্রুততর, বেশি জোরালো, এবং অনিয়মিত হয়। বমি বমি ভাব বমি করা জ্বর অথবা শরীর ঠাণ্ডা হয়ে যাওয়া হলদে-সবুজ থুতু বা শ্লেষ্মা (পোঁটা) সহ কাশি বেদম বা শ্বাসকষ্ট  নিম্ন বা উচ্চ রক্তচাপ ডায়াফরেসিস যা হচ্ছে একটা ব্যাখ্যা করা যায়না এমন অত্যধিক বা অনর্গল ঘাম হওয়া মাথা ঘোরার অনুভূতিও হতে পারে। কিছু ক্ষেত্রে, ব্যক্তিটি অজ্ঞানও হয়ে যেতে পারেন। কোনরকম শারীরিক কাজকর্ম ছাড়া বা ন্যুনতম কাজকর্মে অবসাদ 

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ