বুকে ব্যথা হল হৃদযন্ত্রের আভ্যন্তরীণ সমস্যার উপসর্গ। ধমনীতে চর্বি জমা হওয়া বা প্লাকের ফলে ধমণীগুলি সংকীর্ণ হয়ে যায়। এই কারণে হৃদযন্ত্রে অক্সিজেনযুক্ত রক্তের সরবরাহ কমে যায় (ইসকেমিয়া)। সাধারণত কোন ব্যক্তির বিশ্রামে থাকাকালীন সমস্যাটি অতটা বোঝা যায় না, কিন্তু  সেই ব্যক্তি যখন শরীরচর্চা করেন, হাঁটেন বা সিঁড়ি চড়েন, তখন হৃদপেশীগুলিতে অক্সিজেনযুক্ত রক্তের সরবরাহের প্রয়োজনীয়তা বাড়ে, যা সেই এই রোগে আক্রান্ত ব্যক্তির ক্ষেত্রে তখন যথেষ্ট থাকে না। ফলে বক্ষঃস্থলে বা বুকে ব্যথা অনুভূত হয় যা ধীরে ধীরে হাত, গলা, ঘাড় এবং পিঠ ও শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। স্থিতিশীল বুকে ব্যথা বা স্টেবল অ্যানজিমার ক্ষেত্রে এটা লক্ষ্য করা যায়। অস্থিতিশীল বুকে ব্যথার ক্ষেত্রে প্লাক কখনো কখনো ধমনীর প্রাচীর থেকে বিচ্ছিন্ন হয়ে রক্তের সাথে বয়ে যায়, যা ধমনীটিকে পুরোপুরি বা আংশিকভাবে ব্লক বা বন্ধ করে দেয়, এর ফলে, হঠাৎ বুকে ব্যথা ও অন্যান্য উপসর্গগুলি দেখা যায়। এমনকি বিশ্রাম নেওয়ার সময় এই ব্যথা শুরু হতে পারে যা নড়াচড়া করলে আরো বাড়তে থাকে।