শেয়ার করুন বন্ধুর সাথে

থাইতে ব্যথার প্রধান কারণগুলি হল: পেশীতে টান ধরা। শিরা ফুলে ওঠা। আঁটসাটা পোশাক পরা। মাংসপেশিতে আঘাত। অতিরিক্ত কাজের ফলে আঘাত। একটি সরাসরি আঘাত বা পড়ে যাওয়া। চাপজনিত ফাটল। অষ্টিয়আর্থারাইটিস। গর্ভাবস্থা। স্থূলকায় হওয়া বা শরীরের অতিরিক্ত ওজন। ইলিয়টিবিয়াল ব্যান্ড ফ্রিক্সন সিন্ড্রোম। উদাহরন স্বরুপ ছোটা বা সাইকেল চালানোর মতো বারবার ব্যায়াম করা। শিরার গভীরে রক্ত জমাট বাধা। ডায়বেটিক নিউরোপ্যাথি (রক্তে অনিয়ন্ত্রিত শর্করার মাত্রার ফলে অসাড়তা ও ব্যথা হওয়া)। খেলতে গিয়ে আঘাত লাগা। রিউমাটয়েড আর্থারাইটিস। ফিমারে ফাটল। অষ্টিয়পোরসিস। থাইয়ের মাংস পেশীতে রক্ত জমাট বাধা। ম্যারালজিয়া প্যারাস্থেটিকা (এর কারণে থাইতে জ্বালাদায়ক ব্যথা সৃষ্টি হয়)। অলস জীবনযাত্রা। হাড়ের দুর্বলতা। সোডিয়াম, ভিটামিন ডি ও ক্যালসিয়ামের মতো পরিপোষক বা পুষ্টির অভাব। স্ট্রোক। অন্য পায়ের আঘাত থেকে ব্যথা ছড়িয়ে পরা।