শেয়ার করুন বন্ধুর সাথে

ভিটামিন ই যা প্রধানত স্নেহ জাতীয় খাদ্যে বেশি থাকে যেমন তেল, বাদাম ও বীজে যা একটি শক্তিশালী এন্টি-অক্সিডেন্ট। এটি বায়ু দূষণ, সিগারেটের ধোঁয়া ও সূর্যের অতিবেগুনী রশ্নির ক্ষতিকর প্রভাব থেকে ত্বক কে রক্ষা করে। একজন নারী যার বয়স ১৯ র বেশি তার প্রতিদিন ১৫ মিলিগ্রাম ভিটামিন রোজ দরকার। তাই নিজের ডায়েটে প্রতিদিন বাদামি পাউরুটি, বাদাম অথবা সূর্যমুখির বীজের উপস্থিতি রাখার চেষ্টা করুন। বাদাম ও বীজ সিদ্ধ সবজি, সালাদের সাথে মিশিয়ে খেতে পারেন। \