দুইটি সংখ্যার গুণফল ১৫৬ এবং তাদের বর্গের যোগফল ৩১৩। সংখ্যা দুটির যোগফল কত ?

সঠিক উত্তর: ২৫
ধরি,সংখ্যা দুটি যথাক্রমে ক এবং খ প্রশ্নমতে,কখ = ১৫৬ এবং ‍ক২+খ২= ৩১৩আমরা জানি,      (ক+খ)২ = ক২+খ২+২কখবা,  (ক+খ)২ = ৩১৩ +২*১৫৬বা, (ক+খ)২  = ৩১৩ + ৩১২বা, (ক+খ)২  = ৬২৫         (ক+খ) = ২৫ সংখ্যা দুটির যোগফল = ১৫৬ কে ভাঙানো যায়।  ১২*১৩ আবার ১২২  =১৪৪ এবং ১৩২ =১৬৯ এর যোগফল ১৪৪+১৬৯ = ৩১৩ সুতরাং যোগফল ১২+১৩ = ২৫