শেয়ার করুন বন্ধুর সাথে

পা ভাঙার সাধারণ কারণগুলি হল: সরাসরি আঘাত অথবা জখম: যানবাহন দূর্ঘটনার ক্ষেত্রে পিষে গিয়ে লাগা আঘাত, হোঁচট খেয়ে পড়া অথবা পড়ে যাওয়া, উঁচু স্থান থেকে ঝাঁপ দেওয়া ও পায়ের ওপর ভর দিয়ে পড়ার ফলে চোট লাগা, আবার পায়ে ভারি কিছু পড়াও, পা ভাঙার কারণ হতে পারে। অন্যান্য কারণগুলি হল: বারবার আঘাত লাগা অথবা অতিরিক্ত ব্যবহারের ফলে চাপ জনিত কারণে ভেঙে যেতে পারে ভুল্ভাবে পা ফেলার জন্য ভাঙন হাঁটার সময় পায়ের আঙুল আসবাবের কোনও অংশ/ ভারি কোনও বস্তুর সঙ্গে ধাক্কা খাওয়ার ফলে লাগা আঘাত গোড়ালি মোচকে যাওয়ার কারণে পা ভাঙতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ