শেয়ার করুন বন্ধুর সাথে

বিশ্বব্যাপী, বেশির ভাগ মানুষ মাইকোব্যাক্টেরিয়াম টিউবারকিউলোসিস-এর প্রভাবের আওতায় আছেন এবং তাঁদের মধ্যে অনেকে এই রোগজীবাণু ধারণ করে আছেন। একটা নিষ্ক্রিয় অথবা সুপ্ত রোগ খুব কমই কোনও উপসর্গ সৃষ্টি করে, যাই হোক, এটা শুধুমাত্র যক্ষ্মাজীবাণু থেকে গৃহীত পদার্থ থেকে (টিউবারকিউলিন) ত্বক পরীক্ষায় (মান্টু টেস্ট) একটা সদর্থক প্রতিক্রিয়া দেখাতে পারে। এটা আগে থেকে বলা যায়না যে এই সুপ্ত অবস্থার সমস্যা কতকাল স্থায়ী থাকবে, কিংবা এটা একটা সক্রিয় রোগে প্রকাশ পাবে।      একটা সক্রিয় রোগে, অনেক ধরণের উপসর্গ দেখা যেতে পারে যা রোগটার তীব্রতা স্থির করতে সাহায্য করে। সাধারণতঃ, ফুসফুসগুলি জড়িত থাকে এবং টিবির লক্ষণ এবং উপসর্গ দেখায়। বিভিন্ন ধরণের টিবির উপসর্গগুলি হলঃ  ফুসফুসগত যক্ষ্মারোগ (টিউবারকিউলোসিস)  একটা ক্রনিক বা দীর্ঘস্থায়ী কাশি (3 সপ্তাহের বেশি সময় ধরে স্থায়ী কোনও কাশি)। হিমপ্টিসিস (রক্ত-মাখা থুতু)। শ্বাসপ্রশ্বাসে কষ্ট। জ্বর (শুরুতে অল্প-মাত্রার এবং অবশেষে, উচ্চ-মাত্রার)। রাতের বেলায় ঘাম। ওজন কমা। অবসাদ। খিদে কম হওয়া।