শেয়ার করুন বন্ধুর সাথে

নিম্নলিখিত কারণের প্রতিক্রিয়ার ফলে ব্যথা হতে পারে: গরম এবং ঠান্ডা পানীয়। ঠান্ডা বাতাস বা হাওয়া। ঠান্ডা জল। দাঁত ব্রাশ করা। মিষ্টি খাবার এবং পানীয়। অ্যাসিডিক খাবার এবং পানীয়। এনামেল হলো দাঁতের সবথেকে বাইরের আস্তরণ যা দাঁতের ক্রাউন বা মুকুটের ডেন্টিনকে আচ্ছাদিত করে। এই এনামেল বা সিমেন্টামে কোনও ক্ষতি হলে দাঁতে সংবেদনশীলতা হতে পারে। এটি নিচে লেখা কারণগুলির জন্য হতে পারে খুব জোরে দাঁত ব্রাশ করলে বা শক্ত টুথ ব্রাশ ব্যবহার করলে। পেটে অ্যাসিড থাকলে (অ্যাসিড রিফ্লাক্স ডিজিজ)। রাতের বেলা দাঁতে দাঁত কাটলে। মাঝেমধ্যেই অ্যাসিড জাতীয় খাবার খেলে বা পানীয় পান করলে। দাঁত ভেঙে গেলে। দাঁতে পুরোনো কোনও ফিলিং করা থাকলে। দাঁতকে ব্লিচ করলে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ