যেদিন স্কুল খোলা থাকবে নাঃ— ৪.০০– ঘুম থেকে ওঠা ৪.০৫-৪.৪০– ব্যায়াম ৪-৫০-৫.১০– ফজর সালাত আদায় (যদি মুসলমান হয়) ৪.৪৫-৫.১০– ধ্যান/পূজা/প্রার্থনা (হিন্দু, বৌদ্ধ অথবা খ্রিস্টান হলে) ৫.৩০– পড়াশোনা ১১.৪৫-১১.৫৫– গোসল ১১.১০-১১.২০– মধ্যাহ্নভোজ ১২.৪৫– যুহর সালাত আদায় (যদি মুসলমান হয়) ১.০০-১.১০– ধ্যান (হিন্দু অথবা বৌদ্ধ হলে) ১.০০– পড়াশোনা ৪.১০/৪.৫০– আসর সালাত আদায় (যদি মুসলমান হয়) ৫.০০-৫.১০– বিশ্রাম (যারা শারিরীকভাবে দুর্বল, তাদের জন্য অতিরিক্ত ১০ মিনিট) ***– মাগরিব সালাত আদায় (যদি মুসলমান হয়) *#*– মাগরিব সালাত আদায় শেষে নামায শুরু ৫.১১– পড়াশোনা (অন্যান্য ধর্মাবলম্বীদের জন্য) ৯.০০-৯.১০– নৈশভোজ ১১.৫০-১২.১০– ইশার সালাত আদায়(যদি মুসলমান হয়) ১১.৩০-১১-৫০– প্রার্থনা (হিন্দু বা খ্রিস্টান হলে)/ধ্যান (বৌদ্ধ হলে) ১২.০০– ঘুম(অন্যান্য ধর্মাবলম্বিদের জন্য) ১২.২৫-১২.৩৫– সালাতুত তাহাজ্জুদ ১২-৪৫– ঘুম (মুসলমানদের জন্য)