Share with your friends

ভাইয়া , অন্যের করা রুটিগের থেকে নিজে রুটিগ বানিয়ে পড়লে সেইটি সবচেয়ে বেশী কাজে দেয়। নিজে নিজে একটা রুটিগ বানিয়ে নিন , যে আমি এই Subject এই টুকু সময় নিয়ে পড়বো। ধরন , জীববিজ্ঞান পড়বেন তাহলে সময় ঠিক করতে পারেন সকাল 6 টা 6:40 মিনিট , এরপর ধরুন বাংলা পড়বেন তাহলে 6:40 থেকে 7:20 মিনিট এই ভাবে পর পর রুটিগ বানিয়ে পড়তে পারেন। তবে এই সময় টুকুর মধ্যে অন্য কোন জিনিসে র দিকে মন দিবেন না। পরীক্ষা একদম চলে আইছে। এখোন আপনাকে ঠিক করে নিতে হবে।

Talk Doctor Online in Bissoy App