শেয়ার করুন বন্ধুর সাথে

পানি ও বায়ু থেকে লোহাকে রক্ষা করতে পারলে লোহায় মরিচা ধরে না। বিভিন্নভাবে লোহায় মরিচা পড়া রোধ করা যায়। ১. লোহার উপর রং ও বার্নিশের প্রলেপ দেওয়া। ২. লোহার উপর ফেরোসোফেরিক অক্সাইডের পাতলা প্রলেপ দিলে লোহায় মরিচা পড়ে না। ৩. লোহার ওপর জিংকের প্রলেপ বা গ্যালভানাইজিং করা। ৪. লোহায় টিন প্লেটিং করলে মরিচা পড়ে না। ৫. ইলেকট্রোপ্লেটিং এর মাধ্যমে লোহাতে কম সক্রিয় ধাতুর প্রলেপ দিলে লোহায় মরিচা পড়ে না।