শেয়ার করুন বন্ধুর সাথে

মরিচা প্রতিরােধের জন্য লােহার সাথে বায়ুর অক্সিজেন ও পানি - বাম্পের বিক্রিয়া বন্ধ করতে হবে ।  সাধারণত ধাতুর উপরিতলে রঙ বা গ্রিজ দিয়ে, মেশিনের ঘৃর্ণনশীল অংশে তেল বা গ্রিজ দিয়ে মরিচা রোধ করা যায়। >এজন্য নিম্নোক্ত পদ্ধতি অবলম্বন করা যেতে পারে:  ১। লােহার গায়ে রং বা আলকাতরার প্রলেপ দেয়া ।  ২। লােহার গায়ের উপর দস্তা বা টিনের প্রলেপ দেয়া ।এভাবে কোনো ধাতুর ওপর দস্তার প্রলেপ দেয়াকে গ্যালভানাইজিং বলে।  ৩। লােহার উপর ইলেকট্রোপ্লেটিং দ্বারা জিংক , ক্রোমিয়াম , কপার , নিকেল , অ্যালুমিনিয়াম ইত্যাদির প্রলেপ দেয়া