রোগ সহ্য করতে পারে এমন জাত যেমন শতাব্দী,বিজয়,প্রদীপ,শতাব্দী,সুফী,সৌরভ চাষ করতে হবে। সঠিক সময় জমিতেস সুষম হারে সার ও সেচ এবং আগাছা দমন করতে হবে। ভিটাবেক্স ২০০(০.২৫% হারে)দিয়ে বীজ শোধন করে বীজ বপন করতে হবে। আক্রান্ত জমিতে টিল্ট ২৫০ ইসি অথবা ফলিকুর(০.৫০%)১৫ দিন পর পর ৩-৪ বার স্প্রে করে এই রোগ নিয়ন্ত্রণ করা যায়। জমির ফসল উঠার পর ফসলের অপ্রয়োজনীয় অংশ জমিতে পুড়িয়ে ফেলতে হবে।