পাওয়ার ফ্যাক্টর রোধ ও রিয়্যাক্ট্যান্সের উপর নির্ভরশীল। সার্কিটের রোধ যত বৃদ্ধি পায় কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ কোণ তত কমে যায় ফলে পাওয়ার ফ্যাক্টর বৃদ্ধি পায়। আবার সার্কিটের রিয়্যাক্ট্যান্স বৃদ্ধি পেলে কারেন্ট ও ভোল্টেজের মধ্যে ফেজ কোণ বৃদ্ধি পায় ফলে সার্কিটের পাওয়ার ফ্যাক্টর কমে যায়।