শেয়ার করুন বন্ধুর সাথে

এটি একটি ইস্ট জাতীয় ছত্রাক ক্রিপ্টোকোক্কাস নিওফরম্যানসের কারণে হয়। এই ইস্টটি মূলত মাটিতে, পচা কাঠ ও পায়রা ও মুরগীর বিষ্ঠাতে পাওয়া যায়; যাইহোক এইসব পাখিরা অবশ্য এতে অসুস্থ হয় না। এয়ারোসলাইসড ছত্রাক কণাগুলি নিঃশ্বাসের সাথে গ্রহণের ফলে প্রাথমিক সংক্রমণের কারণ ঘটে, যেটি লঘু প্রকারের হয়। এটি প্রধানত রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিকে বেশী আক্রান্ত করে। দীর্ঘস্থায়ী উপসর্গের কারণগুলো হল: করোটির অভ্যন্তরস্থ চাপ বৃদ্ধি চিকিৎসায় ব্যর্থতা ওষুধের প্রতি শরীরের প্রতিরোধ সৃষ্টি অন্য সহযোগী সংক্রমণ অন্যান্য জটিলতাগুলি হল: মেনিনজাইটিস বার বার ক্রিপ্টোকোক্কাস সংক্রমণ ঘটায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ