শেয়ার করুন বন্ধুর সাথে

এর কারন এখনও জানা যায় নি; বিজ্ঞানীরা আলঝেইমারস ডিজিজ / আলঝেইমার রোগ-এ আক্রান্তদের মস্তিষ্কে প্রচুর পরিমানে প্রোটিন-এর উপস্থিতি লক্ষ্য করেছেন। এই অতিরিক্ত প্রোটিন মস্তিষ্কের কোষগুলির স্বাভাবিক কাজকর্মে বিঘ্ন ঘটায় এবং কারোর কারোর মৃত্যু পর্যন্ত হতে পারে। তথ্যানুসারে, বয়স বৃদ্ধির সাথে এ্ই রোগটির প্রকোপ বাড়ে। বয়স বৃদ্ধি জনিত পরিবর্তনের ফলে স্নায়ুর ক্ষতি ( যেমন মস্তিষ্কে কোনো অংশের সংকোচন, ফুলে যাওয়া এবং ফ্রি র‍্যাডিকাল সৃষ্টি) এবং আলঝেইমার রোগের বৃদ্ধির আসল কারন অনুসন্ধান চলছে নানা রকম গবেষণার মাধ্যমে। প্রাথমিক পর্যায়ে দেখা দিলে সেটি হয় মূলত জিনগত কারণে এবং সাধারণত এটি বিরল প্রকারের, অন্যদিকে বিলম্বে সুত্রপাতের ধরণটি জিনগত, জীবনশৈলী ও পরিবেশের কারণের উপর নির্ভর করে ও এই প্রকারটি বেশী দেখা যায়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ