প্রাথমিক পর্যায়ে আলঝেইমার সুত্রপাত হয় 30 ও মধ্য-60 বছর বয়সের মধ্যিখানে, এবং বিলম্বে সুত্রপাত হলে তা হয় মধ্য-60-এ। যত এই রোগটি বাড়তে থাকে, মস্তিস্কে হানিও বাড়তে থাকে, এই রোগের গতিবিধি বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্ন হয়। এই রোগটি তিনটি স্তরের মধ্য দিয়ে এগোতে থাকেঃ মৃদু এতে একজন ব্যাক্তি স্বাভাবিক কাজকর্ম করেন কিন্তু কিছু কিছু স্মৃতি তার মুছে যায়, যেমন কোনো জায়গা বা কোনো পরিচিত শব্দ ভুলে যাওয়া। অন্য উপসর্গের মধ্যে আছে ঠিক নাম মনে না করতে পারা, সাম্প্রতিক কোনো ঘটনা ভুলে যাওয়া, কোনো জিনিস হারিয়ে ফেলা বা অন্য জায়গায় রেখে দেওয়া ও কোনো পরিকল্পনা বা ব্যবস্থা গ্রহনে অসুবিধা। মাঝারি লম্বা সময় ধরে থাকে এবং সাম্প্রতিক কোনো ঘটনা ভুলে যাওয়া বা নিজের পরিচয় সম্বন্ধে ভুলে যাওয়া, সবসময় দ্বিধার মধ্যে থাকা ও সামাজিক সম্পর্কগুলি থেকে সরে আসা, কোনো কোনো ব্যাক্তির ক্ষেত্রে মল মুত্রের বেগ নিয়ন্ত্রন করতে অসুবিধা ,এবং বাস্তবের সাথে সম্পর্ক হারিয়ে যাওয়া। তীব্র আশেপাশের পরিবেশগত উদ্দীপনায় ও সাধারন বাক্যালাপে সাড়া না দেওয়া, তার সাথে সম্পূর্ন অন্যদের উপর নির্ভরশীলতা।