শেয়ার করুন বন্ধুর সাথে

কিছু ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে রক্তের মাধ্যমে হৃদপিন্ডে পৌঁছায়, ফলে এন্ডোকার্ডাইটিস হয়। ব্যাকটেরিয়া ছাড়া, কিছু ছত্রাকও এন্ডোকার্ডাইটিসের কারণ হতে পারে। এই ব্যাকটেরিয়াগুলো রক্ত প্রবাহে নিম্নলিখিত উপায়ে পৌঁছায়। মুখ থেকে ত্বক বা মাড়িতে সংক্রমণের মাধ্যমে জীবাণুমুক্ত নয় এমন সুঁচ বা সিরিঞ্জের ব্যবহার বা বাতিল সুঁচ বা সিরিঞ্জ পুনরায় ব্যবহার চিকিৎসার সরঞ্জাম যেমন ক্যাথেটারস বা মুত্রনিষ্কাশনযন্ত্র এবং ল্যাপারোস্কোপস যারা জন্মগতভাবে হৃদরোগে আক্রান্ত, ও যাদের হার্ট ভাল্ভ ডিজিজ, উচ্চ রক্তচাপ, ইনস্টিলড প্রোস্থেটিক ভাল্ভস, বা হৃদরোগের ইতিহাস আছে তাদের এন্ডোকার্ডাইটিস হবার সম্ভাবনা বেশী।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ