কোনও কোনও ব্যক্তির মধ্যে এই রোগটির লক্ষণ সবসময় পরিষ্কার ভাবে বোঝা নাও যেতে পারে। রোগটি হওয়ার একদম প্রথম দিকের দশায় সাধারণত এমনই ঘটে। করোনারি হার্টের রোগে অন্তর্ভুক্ত যেসব লক্ষণ সবচেয়ে বেশি দেখা যায়: বুকে ব্যথা (অ্যানজিনা) বুকে ভার অনুভব করা পাকস্থলী আর পিঠের ওপরের দিকে ভার অনুভব করা হাঁপানো ক্লান্তি