প্রস্রাব অসংযম বিভিন্ন কারণে হতে পারে, যেমন: মূত্রথলির আস্তরণের প্রদাহ। স্ট্রোক। প্রস্টেট জড়িত থাকলে। কিডনি বা মূত্রথলিতে পাথর হওয়া। কোষ্ঠকাঠিন্য। টিউমার যেটি মূত্রথলিতে চাপ সৃষ্টি করে। মদ্যপান। মূত্রনালির সংক্রমণ বা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন (ইউ.টি.আই)। উত্তেজনা প্রশমনের ওষুধ। ঘুমের ওষুধ। পেশী শিথিল করার ওষুধ। ভারী বস্তু বহন। মাল্টিপল সক্লেরোসিস জাতীয় স্নায়ুরোগ। অস্ত্রোপচার বা আঘাতের ফলে মূত্রথলি নিয়ন্ত্রণকারী স্নায়ুগুলির ক্ষতি। অবসাদ (ডিপ্রেশন) বা উদ্বেগ (এংজাইটি)।