এই রোগের সবথেকে পরিচিত কয়েকটি লক্ষণ এবং উপসর্গগুলি হল: ঘনঘন প্রস্রাব পাওয়া। বিছানায় প্রস্রাব হয়ে যাওয়া। তলপেটে চাপের অনুভূতি। জোরে হাসি বা কাশির সময় প্রস্রাব বেরিয়ে আসা। ফোঁটা ফোঁটা প্রস্রাব। সম্পূর্ণভাবে প্রস্রাব না হওয়ার অনুভূতি।