শেয়ার করুন বন্ধুর সাথে

এই রোগের উপসর্গগুলি হল এমেনোরিয়া যার অর্থ হলো ঋতুস্রাব না হওয়া। ডিসমেনোরিয়া যার অর্থ হলো যন্ত্রণাদায়ক ঋতুস্রাব। অনিয়মিত ঋতুস্রাব। হিরসুটিজম যার অর্থ হলো দেহে ও মুখে অতিরিক্ত লোমের উপস্থিতি। পিম্পল বা ব্রণ। কোমরের কাছে ব্যথা। গর্ভধারণের সমস্যা। স্থূলত্ব, যাতে পেটে চর্বিসঞ্চয়ের সম্ভাবনা থাকে। পেরিফেরাল ইনসুলিন প্রতিরোধ। বন্ধ্যাত্ব। রোগীর পরিবারে মাসিকসংক্রান্ত সমস্যা, এড্রেনাল এনজাইমের অভাব, বন্ধ্যাত্ব, স্থূলত্ব এবং মেটাবলিক সিনড্রোম বা ডায়াবিটিসের ইতিহাস থাকতে পারে। অথবা, রোগী অতিরিক্ত রক্তপাত বা দীর্ঘস্থায়ী ঋতুস্রাবের অভিযোগ করতে পারে।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ