শেয়ার করুন বন্ধুর সাথে

পীতজ্বরের স্টেজ বা পর্যায় অনুযায়ী উপসর্গগুলিকে শ্রেণিবদ্ধ করা যেতে পারে: ক্ষুধামান্দ্য, জ্বর, জন্ডিস, ফ্লাশিং, মাথাব্যথা, গাঁটের ব্যথা, পেশীর ব্যথা এবং বমি হল স্টেজ 1-এ দেখা দেওয়া সাধারণ লক্ষণ। স্টেজ 1-এর উপসর্গ চলে যায় এবং বেশিরভাগ ব্যক্তিই সুস্থ হয়ে ওঠেন। কিন্তু কিছু ক্ষেত্রে, উপসর্গ 24 ঘণ্টা পর আবার ফুটে ওঠে। লিভার, হার্ট ও কিডনির সমস্যা; রক্তপাতের রোগ; কোমা; মলে রক্ত; প্রলাপ; চোখ, মুখ ও নাক দিয়ে রক্ত পড়ার মতো গুরুতর লক্ষণ স্টেজ 3-তে অনুভূত হয়।

ভিডিও কলে ডাক্তারের পরামর্শ পেতে Play Store থেকে ডাউনলোড করুন Bissoy অ্যাপ