অনেক ক্ষেত্রে, গলস্টোনের কোন উপসর্গ দেখা দেয় না। দীর্ঘকাল ধরে তারা গলব্লাডারে চুপ করে থাকতে পারে। কিন্তু, একবার পাথরগুলি নালীতে বাধা দিলে উপসর্গগুলি দেখা দেয়। এর মধ্যে রয়েছে দুঃসহ যন্ত্রণা যা ওপরের তলপেটের পাশাপাশি কাঁধে পৌঁছে যায় বমি বমি ভাব এবং বমি হওয়া তলপেটে মোচড় পাথর দুই ধরনের হয়: কলেস্টেরল পাথর পিগমেন্ট পাথর